বিএনপি একটি সন্ত্রাসী দল, আর মির্জা ফখরুল তার সেনাপতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
বিএনপি একটি সন্ত্রাসী দল– আর মির্জা ফখরুল তার সেনাপতি বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান সমিতির প্রীতি-সম্মিলন অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রীর অভিযোগ- বিএনপি সবসময় সংঘবদ্ধ হয়ে জ্বালাও-পোড়াও আন্দোলন চালিয়েছে- যা এদেশের মানুষের জানা আছে বলেও দাবি করেন তিনি। আর মির্জা ফখরুল সেই সব সন্ত্রাসীর নেতৃত্ব দিচ্ছেন বলেও দাবি করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। এসময় সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীরা প্রচারণা চালাতে পারছে না– মির্জা ফখরুলের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণায় সব দলের সমান সুযোগ রয়েছে।