বিএনপি অবাধ মিথ্যাচার, ফ্যাসিবাদী মানসিকতার অংশ: ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বিএনপি’র অবাধ মিথ্যাচার, ফ্যাসিবাদী মানসিকতার অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নিজ বাস ভবনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
সেতুমন্ত্রী আরও বলেন, শতভাগ বিদ্যুৎ সারাদেশে পৌঁছে গেছে। এটাও বিএনপির বিদ্বেষের কারণ উল্লেখ করে তিনি বলেন, দু’হাজার ২২৭ ডলার মাথাপিছু আয়ের এই বিস্ময়কর অগ্রগতি তাদের সহ্য হচ্ছে না। কর্মী-সমর্থকদের ধাঁধার মধ্যে রেখে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চায় বিএনপি। সার্বক্ষণিক সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা ছাড়া তাদের আর কোন সাংগঠনিক কাজ নেই বলেও মনে করেন তিনি। শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়, গঠনমূলক সমালোচনাকে সরকার সব সময় স্বাগত জানায় বলেও দাবি করেন ওবায়দুল কাদের।