বিএনপির হাতে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা নিরাপদ নয় : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১৬৯২ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় গেলে পুরো দেশটাই গিলে খাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির হাতে দেশের মানুষ, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা কোনভাবেই নিরাপদ নয়।
বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি যতই সমাবেশ আর চেঁচামেচি করুক, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পারবে না বলেও দাবি করেন তিনি। বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিন। আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের জনসভায় ১০ লাখ লোকের সমাগম করার চ্যালেঞ্জ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সম্মেলনে টানা তৃতীয়বারের মতো ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন পনিরুজ্জামান তরুণ।





















