বিএনপির সঙ্গে সংলাপ হবে না : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ১৮৪৫ বার পড়া হয়েছে
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সাথে সংলাপের প্রয়োজন আছে বলে মনে করে না আওয়ামী লীগ সরকার।
দুপুরে রাজধানীর মতিঝিলে এক কমিউনিটি সেন্টারে আয়োজিত বোয়ালখালী সমিতির ঢাকার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, যারা সুষ্ঠু নির্বাচন প্রতিহত করতে চায়, তাদের সাথে কোনো সম্পর্ক নেই দেশ ও জাতির। বিএনপির আমলে বিদ্যুৎ উৎপাদন অনেক কম ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ আছে ঘরে ঘরে। এখন গ্রামের মসজিদ মন্দিরেও এসি আছে। এসময় তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়েও কথা বলেন। কর্ণফুলী নদীর তীরে কালুর ঘাটে অবশ্যই পদ্মা সেতুর মতো রেল সড়ক নির্মাণ করা হবে বলে জানান তিনি।