বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেয়ার কথাটি পলিটিক্যাল হিউমার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর রাজপথ নিয়ে বিএনপিকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিএনপিকে প্রধানমন্ত্রীর চা খাওয়ার দাওয়াত প্রসঙ্গে তিনি বলেন, এটি কোন সংলাপের ইঙ্গিত নয়, পলিটিক্যাল হিউমার।
বিএনপি নির্বাচন কমিশনের সংলাপে না যাওয়া প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জাতীয় প্রেসক্লাবে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের স্মরণ সভায় বিএনপির রাজনীতির সমালোচনা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
শেখ হাসিনার মুক্তির সংগ্রামে নেতৃত্বদানসহ দলের আন্দোলনেও প্রয়াত সাহারা খাতুনের ভুমিকার কথা স্মরণ করেন তারা।