বিএনপির যুগপৎ আন্দোলনের রূপরেখা কোন কাজে আসবে না : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৫:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বিএনপির যুগপৎ আন্দোলনের রূপরেখায় নেতৃত্ব দেয়ার কেউ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুপুরে রাজধানীর সরকারী বাসভবন থেকে ঢাকার ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণের এ অনুষ্ঠানে যোগ দিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, লন্ডনে বসে দেয়া নির্দেশনায় বাংলাদেশে আন্দোলন জমবে না। এসময় আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির দেশের মানুষের জন্য কাজ না করে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার জন্য মায়া কান্না করছে। সম্মেলনে যোগ দিয়ে দলের অন্য নেতারা বলেন, দেশে আর কোন দিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন হবে না। পরে সাবেক সাংসদ এমএ মালেককে সভাপতি এবং পৌর মেয়র গোলাম কবিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।