বিএনপির পায়ের নিচে মাটি নাই : কৃষিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ১৬৪১ বার পড়া হয়েছে
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি’র পায়ের নিচে মাটি নাই। এক থেকে ছয় সাল পর্যন্ত ক্ষমতায় থেকে নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। যতই আন্দোলন ও সমাবেশ করুক এই কবর থেকে আর উঠতে পারবে না।
সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম বাগান পরিদর্শনের সময় তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, ২০০৮ সালের স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বিএনপি না মেনে, সেই থেকে আন্দোলন করছে,
২০১৪ সালে হরতাল করেছে অবরোধ করেছে ট্রেন লাইন তুলে ফেলেছে।আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরে ফেলেছে বলেও জানান কৃষিমন্ত্রী।
পরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে আজান ট্রেড ইন্টারন্যাশনালের মাল্টি সংরক্ষাণাগার এবং ছত্রাজিতপুর পলিনেট হাউজ পরিদর্শন করেন।