বিএনপির দাবি করা সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে: শামসুজ্জামান দুদু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / ১৮২২ বার পড়া হয়েছে
বিএনপির দাবি করা সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত হবে শিগগিরই নির্বাচনমুখী পদক্ষেপ নেয়া। বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সকালে, জাতীয় প্রেসক্লাবে নির্বাচন ও জাতীয় ঐক্য শীর্ষক আলোচনা সভায় এমন মত তুলে ধরেন তিনি। আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আরো বলেন, ১৬ বছর ধরে ফ্যাসিস্টরা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু তারেক রহমান বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে রক্ষা করেছেন। নির্বাচন জনগণের সময়োপযোগী দাবি, এর বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন দুদু।