বিএনপির তৈরি অস্থিতিশীল পরিস্থিতি দক্ষতা ও সাহসিকতার সাথে মোকাবেলা করেছে পুলিশ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বিএনপির তৈরি অস্থিতিশীল পরিস্থিতি দক্ষতা ও সাহসিকতার সাথে মোকাবেলা করেছে পুলিশ বাহিনী, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজারবাগে পাঁচদিনের পুলিশ সপ্তাহ উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি।
গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, পুলিশ বাহিনীর সাহসিকতায় ৭৫ এর ১৫ আগষ্টে আহতরা বেঁচে গিয়েছিল। পুলিশ বাহিনীর প্রশংসা করে সরকার প্রধান আরো বলেন, করোনাকালেও পুলিশদের ভূমিকা প্রশংসনীয়। যখন স্বজনরা মৃতদেহ ফেলে গিয়েছে পুলিশ সদস্যরা ঝুঁকি নিয়ে সমাহিত করেছিলেন। এসময় আকাশ পথে পুলিশ বাহিনীর সক্ষমতা অর্জনের জন্য পুলিশের দুটি বিশেষ হেলিকপ্টার কেনার প্রক্রিয়া চলমান বলেও জানান প্রধানমন্ত্রী।