বিএনপি’র তিন দিনের রুদ্ধদ্বার বৈঠকশেষে আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৬২৩ বার পড়া হয়েছে
বিএনপি’র তিন দিনের ধারাবাহিক রুদ্ধদ্বার বৈঠক আজ শেষ হচ্ছে। বিকেলে গুলশানে, দলের চেয়ারপার্সনের কার্যালয়ে হাইকমান্ডের সঙ্গে মতবিনিময় করেন বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
তিন দিনের রুদ্ধদ্বার বৈঠকশেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসহ আন্দোলনের নতুন কর্মসূচি আসছে বলে জানানো হয়েছে। আগের দিনের বৈঠকে হাইকমান্ডের সঙ্গে মত বিনিময় করেন দলের যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদকরা। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনে জেতার কর্ম-পরিকল্পনা ঠিক করতে এই ধারাবাহিক বৈঠক চলছে। আলোচনায় অংশ নেয়া কেন্দ্রীয় নেতাদের মতামত গ্রহণ করা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।























