বিএনপিকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না বলে হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের

- আপডেট সময় : ০৭:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বিএনপিকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াতের সম্পর্ক অবিচ্ছেদ্য, তাদের ঐক্য কখনোই ভাঙবে না। ঢাকা ও নাটোরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সরকারি বাসভবনে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি অভিযোগ করেন, স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে বিএনপি আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির দ্বিচারিতা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট। জনগণের সম্পদ এবং স্বস্তি নিশ্চিতে তাদেরকে সন্ত্রাস, নৈরাজ্যের পথ পরিহারের আহ্বান জানান তিনি।
নাটোরে বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পরে বিএনপি-জামায়াতের সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি।
জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করলে প্রশাসন নিশ্চুপ থাকবে না বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।