বিএনপিকে জনকল্যাণকর রাজনীতির পথে ফিরে আসার আহ্বান ওবায়দুল কাদেরের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
অগণতান্ত্রিক পন্থা পরিহার করে বিএনপিকে জনকল্যাণকর রাজনীতির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। দেশবিরোধী ষড়যন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের অপচেষ্টা না করে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কল্যাণকর রাজনীতির দিকে ফিরে না আসলে বরাবরের মতো আবারও জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবেন তারা। যারা একাধিকবার গণ-অভ্যুত্থান ও গণ-আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে তাদের মুখে গণঅভ্যুত্থানের কথা মানায় না বলেও উল্লেখ করেন তিনি।