বিইআরসি’র গণশুনানীতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নাকচ
- আপডেট সময় : ০৭:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
বিইআরসি’র গণশুনানীতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে প্রত্যাখান করেছে ভোক্তারা। বাপেক্সের সক্ষমতা না বাড়িয়ে বেশী দামে এলএনজি আমদানীর তীব্র সমালোচনা করে পেট্রোবাংলার দক্ষতা, আন্তরিকতা আর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বর্তমান প্রেক্ষাপটে গ্যাসের দাম আরো কমানো সম্ভব বলে যুক্তি তুলে ধরেন। সকালে ঢাকার বিয়াম মিলনায়তনে গণশুনানীতে এসব কথা বলেন অংশগ্রহণকারীরা। এসময় দাম বাড়ানোর পক্ষে সন্তোষজনক যুক্তি তুলে ধরতে না পারায় পেট্রোবাংলার প্রতি ক্ষোভ জানান বিইআরসি’র চেয়ারম্যানও।
প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৯ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ২০ টাকা ৩৫ পয়সা করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। এমন প্রস্তাবের পক্ষে জনমত জানতে গণশুনানীর আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন- বিইআরসি।
শুনানিতে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলেন, গ্যাসের দাম বাড়ানো হলে, করোনাকালে বিপর্যস্ত অর্থনীতিতে আরেক দফা মুদ্রাস্ফীতির শঙ্কা রয়েছে।
স্পট মার্কেটে এলএনজির দাম অস্বাভাবিক বৃদ্ধি, দেশের ভেতরে চাহিদা বাড়ার পাশাপাশি সরকারের ভর্তুকি কমানোর তাগিদে গ্যাসের দাম বাড়ানোর বিকল্প নেই বলে মত দেয় বিতরণ কোম্পানীগুলো।
গ্যাস উত্তোলনের উদ্যোগ না নিয়ে এলএনজি নির্ভরতার সমালোচনা করে জ্বলানী বিশেষজ্ঞরা, প্রশ্ন তোলেন পেট্রোবাংলার দক্ষতা নিয়ে। ।
শুনানীতে ভোক্তাদের প্রশ্নের সদুত্তর দিতে না পারায় পেট্রোবাংলার প্রতি ক্ষোভ জানান বিইআরসির চেয়ারম্যান। আর কমিশনের সুপারিশ ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনা করে দাম বাড়ানোর আশ্বাস দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব।










