বিআইডব্লিউটিএ’র বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬০৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ- ‘বিআইডব্লিউটিএ’র বিরুদ্ধে তুরাগ নদী সংলগ্ন মালিকানাধীন জমির মাটি বিক্রির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে অভিযোগ নিষ্পত্তিতে বিআইডব্লিউটিএ-কে ১৫ দিনের সময় দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। ২০০৯ সালে তুরাগ নদীর সীমানা রক্ষায় কয়েক দফা নির্দেশনাসহ রায় দেয় হাইকোর্ট। আদালতের রায় অনুসারে বিআইডব্লিউটিএ সিএস ও আরএস ম্যাপ অনুযায়ী নদীর সীমানা জরিপ করে সীমানা পিলার স্থাপন করে। তবে ওই পিলার ব্যক্তিমালিকানাধীন জায়গায় স্থাপন করা হয়েছে এমন দাবি করে গত ২৭ নভেম্বর বিআইডব্লিউটিএর কাছে আবেদন করেন মো. জোনায়েদ আহম্মেদসহ ৬২টি পরিবার। তবে কোন প্রতিকার না পাওয়ার পর এ বিষয়ে হাইকোর্টে রিট করা হলে আজ এই আদেশ দেয় আদালত।