বাহরাইন সরকার তাদের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করে নিচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বাহরাইন সরকার তাদের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করে নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মন্ত্রী বলেন, রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
করোনার প্রকোপ রয়েছে—এমন লাল তালিকায় থাকা দেশগুলো থেকে পর্যটকদের বাইরাইনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সে দেশের সরকার। ওই তালিকায় বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করা হয়। করোনা পরিস্থিতি উন্নতির কারণে বাহরাইন সরকার বাংলাদেশসহ ১১টি দেশের দেশের নাম লাল তালিকা থেকে বাদ দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ১০ অক্টোবর থেকে সে দেশে ভ্রমণে আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। লাল তালিকাভূক্ত হওয়ায় দেশে অবস্থানরত প্রবাসী কর্মীরা বাহরাইনে যেতে পারছিলেন না।