বাসা ভাড়া নিয়ে বিপাকে রাজধানীর বাড়ি ও ফ্ল্যাট মালিকরা

- আপডেট সময় : ০২:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বাসা ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন রাজধানীর বেশিরভাগ বাড়ি ও ফ্ল্যাট মালিক। করোনা মহামারিতে গ্রামে চলে গেছেন শতকরা ৪০ ভাগ ভাড়াটিয়া। এতে করে ফাঁকা পড়ে আছে অনেক ফ্ল্যাট ও বাড়ি। প্রায় প্রতিটি বাসার গেটে বা দেওয়ালে সাঁটানো হয়েছে টু-লেট বা বাড়ি ভাড়া বিজ্ঞাপন।
করোনা মহামারিতে পাল্টে গেছে রাজধানীর বাসা ভাড়ার চিত্র। মহামারিতে কর্মহীন হয়েছে লাখ লাখ শ্রমজীবী মানুষ। এতে করে রাজধানীর বাসা ছেড়ে বেশিরভাগ ভাড়াটিয়া পাড়ি জমিয়েছে গ্রামের বাড়িতে।
এখন রাজধানীর প্রায় ৪০ শতাংশের বেশি বাড়ি ফাঁকা পড়ে আছে। অলি-গলিতে একের পর বাড়িতে ‘টু-লেট’লেখা সাইনবোর্ড ঝুললেও মিলছে না ভাড়াটিয়া। এতে বাড়ি ভাড়ার ওপর নির্ভরশীল মালিকরা পড়েছেন বেকায়দায়। দেড় বছর ধরে ভাড়া পাচ্ছেন না। কিন্তু, গুনতে হচ্ছে গ্যাস-পানি-বিদ্যুতের বিল।
এদিকে, করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও আগের মতো ভাড়াটিয়া পাচ্ছেন না বাড়ি মালিকরা। আগের ভাড়ার অর্ধেকেও ভাড়াটিয়া পাচ্ছেনা বলে জানান, অনেকে।
কনজ্যুমার অ্যাসোসিয়েশ– ক্যাবের এক সমীক্ষায় দেখা গেছে, ঢাকার ৮০ শতাংশ বাড়িওয়ালা বাড়িভাড়া দিয়ে তাদের জীবিকা নির্বাহ করেন।