বাসাবাড়িতে গ্যাসের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব তিতাসের
- আপডেট সময় : ০১:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
বাসাবাড়িতে গ্যাসের দাম ২০ শতাংশ প্রস্তাব দিয়েছে তিতাস। রাজধানীর রান্নার এক চুলা ৯৯০ এবং দুই চুলা ১ হাজার ৮০ টাকা করার পক্ষে প্রতিষ্ঠানটি।
সকালে বিয়াম মিলনায়তনে গণশুনানিতে ২০ শতাংশ দর বৃদ্ধির সুপারিশ করে তিতাস। একই হারে বাড়তি দরের প্রস্তাব সিএনজি, কলকারখানাসহ অন্যান্য খাতের জন্যও। শুনানির শুরুতে বিইআরসি চেয়ারম্যান বলেন, গ্যাসের দাম বাড়লে সব ক্ষেত্রেই তার প্রভাব পড়বে। তাই যৌক্তিকতা বিবেচনার আহবান জানান তিনি। গত তিনদিন ধরে চলছে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানী। প্রথমদিনের শুনানীতে বাপেক্সের সক্ষমতা না বাড়িয়ে বেশী দামে এলএনজি আমদানীর তীব্র সমালোচনা করে পেট্রোবাংলার দক্ষতা, আন্তরিকতা আর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলেন জ্বালানি বিশেষজ্ঞরা। দাম বাড়ানোর পক্ষে সন্তোষজনক যুক্তি তুলে ধরতে না পারায় পেট্রোবাংলার প্রতি ক্ষোভ জানান বিইআরসি’র চেয়ারম্যানও।










