বার্সা সমর্থকদের জন্য সুখবর

- আপডেট সময় : ০৮:৩৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ১৬০৯ বার পড়া হয়েছে
বার্সা সমর্থকদের জন্য সুখবর। আরও এক মৌসুম বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। ফ্রি ট্রান্সফারের সুযোগ থাকলেও, তা গ্রহণ না করায় এলএমটেনের কাতালুনিয়ায় থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। এমনই খবর প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম।
২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ লিওনেল মেসি। তবে মেসি চাইলে এক মৌসুম আগেই অন্য ক্লাবে নাম লিখাতে পারবেন। সেক্ষেত্রে বার্সেলোনাকে কোন ট্রান্সফার ফি পরিশোধ করতে হবে না। এমন একটি চুক্তি আছে বার্সা ও মেসির মধ্যে। তবে, মেসিকে সেই সুযোগ নিতে হলে ক্লাব কর্তৃপক্ষতে তা জানাতে হবে ১ জুনের মধ্যে। সময় পেরিয়ে গেলেও মেসি এমন কোন আবেদন করেননি বলে জানিয়েছে বার্সেলোনা। ফলে বার্সাতেই আরও এক মৌসুম থাকার বিষয়টি নিশ্চিত হয় এই আর্জেন্টাইন তারকার। এদিকে, লিওনেল মেসিকে দলে রাখতে নতুন চুক্তির পথে হাটছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।