বারিক সরদারের দাপটে অসহায় পরিবার
- আপডেট সময় : ০৬:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১৮৪৯ বার পড়া হয়েছে
২১ মাস ধরে নিজ বাড়িতে ঢুকতে পারছে না নওগাঁয় অসহায় এক পরিবার। তাদের দাবি, ১০ বছর ধরে এই বাড়িতে তারা বসবাস করলেও হঠাৎই জায়গার মালিকানা দাবি করছেন প্রভাবশালী এক ব্যক্তি। এরইমধ্যে প্রাচীর দিয়ে বাড়িটি ঘিরে ফেলেছেন তিনি।
নওগাঁর রাণীনগরে একটি বাড়ি হঠাৎ ইটের প্রাচীরে ঘিরে ফেলায়, এখন শুধুই বাঁশের মই দিয়ে যাতায়াত করছেন বাসিন্দারা। ভুক্তভোগী পরিবারটির দাবি, ২০১৭ সালে উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়িতে বসবাস করছেন তারা। হঠাৎই ২০১৯ এর মার্চে প্রতিবেশী বারিক সরদার প্রাচীরে ঘিরে ফেলেন বাড়িটি। বিষয়টি নিয়ে নানা মহলে ধর্না দিলেও কোন সুরাহা হয়নি।
বারিক সরদারের দাবি, সাতটি ভিন্ন দলিলে জমি কিনে নিয়েছেন তিনি। এর মধ্যে ওই বাড়ি-ভিটার তিন শতকও রয়েছে। বারবার বলার পরও, বাড়িটি সরিয়ে না নেয়ায় তা ঘিরে ফেলেন তিনি।স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান জানান, খুব দ্রুতই প্রাচীর ভেঙ্গে জায়গা বুঝিয়ে দেয়া হবে পরিবারটিকে।সুষ্ঠু তদন্তে বিষয়টির দ্রুত সুরাহা চায় দুই পরিবারই।





















