বান্দরবানে মুজিব বর্ষ দুরন্ত মাউন্টেন বাইক রেসের আয়োজন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৮৬৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে বান্দরবানে মুজিব বর্ষ দুরন্ত মাউন্টেন বাইক রেস আয়োজন করা হচ্ছে। এতে দেশের বিভিন্ন জেলার ১শ’ জন সাইক্লিষ্ট অংশ নেবেন।
সকালে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। আয়োজকরা বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি বিশেষায়িত অঞ্চল। পর্বতারোহন, ট্র্যাকিং, হাইকিং ও মাউটেন বাইকিংয়ের জন্য বান্দরবানকে উপযুক্ত স্থান হিসেবে বেছে নেয়া হয়েছে। ২০ নভেম্বর এই প্রতিযোগিতা হবে।এতে ১শ’ জন সাইক্লিষ্ট জেলা শহর থেকে থানচি সড়কের নীলদিগন্ত পাহাড় পর্যন্ত পর্যন্ত যাবে। শেষ হবে মিলনছড়ি এলাকায়।



























