বান্দরবানে প্রবাসীর বাড়ি থেকে স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ১৭১১ বার পড়া হয়েছে
বান্দরবানে লামায় কুয়েত প্রবাসীর বাড়ি থেকে তার স্ত্রী ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল থেকে নুর মোহাম্মদের বসতঘরের চারদিক বন্ধ থাকায় স্থানীয়দের কৌতুহলের সৃষ্টি হয়। প্রতিবেশীদের কয়েকজন পেছনের জানালা দিয়ে ঘরের ভেতর উঁকি দিলে ৩জনের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খরব দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘরের বিভিন্ন অংশে ভাঙচুরের আলামত পাওয়া গেছে বলে জানান পুলিশ। হত্যা না আত্মহত্যা, সে বিষয়ে এখনও জানা যায়নি। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানায় পুলিশ।























