বান্দরবানের রোয়াংছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল আক্তার উর সামাদ জানান, আস্তানায় অভিযান চালিয়ে একটি পিস্তল, একে ৪৭ এর ম্যাগাজিন, একাধিক এমোনিশন বাউন্ডুলিয়ারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ, যোগাযোগ যন্ত্র, মোবাইল, পোষাক ও কিছু ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ের উপর থেকে প্রায় ৬ রাউন্ড গুলি চালায়। পরে সেনাবাহিনীও তাদের লক্ষ্য করে গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।























