বাতিল না করে সংশোধিত ডিজিটাল সিকিউরিটি আইন আইওয়াশ মাত্র : রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / ১৯৫০ বার পড়া হয়েছে
বাতিল না করে, সংশোধিত ডিজিটাল সিকিউরিটি আইন করাকে ‘আইওয়াশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। দেশি-বিদেশি চাপে সরকার আইওয়াশ হিসেবে কৌশলী এই পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিকেলে রাজধানীর নয়া পল্টনের দলীয় কার্যালয় সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি দাবি করেন, ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে সাইবার নিরাপত্তা আইন আরও ভয়াবহ ও বিপজ্জনক হবে। বিএনপির অসংখ্য নেতা কর্মীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির আন্দোলনকে কেন্দ্র করে দলের অসংখ্য নেতা কর্মীর উপর মামলা ও হামলা চিত্র তুলে ধরে, মানুষের বাক স্বাধীনতা খর্ব করে এমন আইন বাতিলের দাবী জানান রুহুল কবীর রিজভী।