বাজে ফিল্ডিংয়ের খেসারত দিলো পাকিস্তান

- আপডেট সময় : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বাজে ফিল্ডিংয়ের খেসারত দিলো পাকিস্তান। প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপার মঞ্চ নিশ্চিত করে অজিরা। দুবাইয়ে পাকিস্তানের দেয়া ১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ বল হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া।
বড় লক্ষ্য তারা করতে শুরুতেই হোচট খায় অস্ট্রেলিয়া। শূন্য রানে ফিরেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দ্বিতীয় উইকেটে বিপর্যয় কাটান ডেভিড ওয়ার্নার ও মিচেল মাশ। ২৮ করে মার্শ ফিরলে ভাঙ্গে ৫১ রানের প্রতিরোধ। ৪৯ করে ফিরেন ওয়ার্নার। মাঝে স্মিথ-ম্যাক্সওয়েলরা দ্রুত ফিরলে চাপে পরে অস্ট্রেলিয়া। একাই চার উইকেট নেনে শাদাব খান। তবে, স্টয়নিস আর ম্যাথু ওয়েডের ব্যাটিং তাণ্ডবে হার এড়াতে পারেনি পাকিস্তান। ৮১ রানের জুটিতে ম্যাচ জয়ের নায়ক এই দুই ব্যাটার। ৪১ রানে ওয়েড আর ৪০ রানে অপরাজিত ছিলেন স্টয়নিস। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৬ রান তোলে পাকিস্তান। বাবর ও রিজওয়ান উদ্বোধনী জুটিতে তোলেন ৭১ রান। ৩৯ করে বাবর আজম ফিরলে ভাঙ্গে এই জুটি। তবে, ক্যারিয়ারের ১১তম ফিফটিতে ইনিংস রাঙ্গিয়েছেন রিজওয়ান। আউট হন ৬৭ করে। রান পেয়েছেন ফখর জামানও। তার অপরাজিত ৫৫ রানের ইনিংস বড় সংগ্রহ পায় পাকিস্তান। ১৪ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।