বাজেটে প্রণীত কৌশল ও বাস্তবায়নের পদক্ষেপের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে: সিপিডি

- আপডেট সময় : ০৫:১৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
প্রস্তাবিত বাজেটে প্রণীত কৌশল ও বাস্তবায়নের পদক্ষেপের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। একই সঙ্গে চিহ্নিত ৬টি চ্যালেঞ্জ মোকাবেলার সঠিক কোন দিক নির্দেশনা নেই বলে ও জানায় সংস্থাটি।
সকালে জাতীয় বাজেট ২০২২-২৩ সিপিডির পর্যালোচনা নিয়ে গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত যে বাজেট উপস্থাপন করা হয়েছে এখানে সৃজনশীলতার আরও প্রয়োজন ছিল। এখানে ৬টি চ্যালেঞ্জ দেখিয়েছেন, সেটা কিভাবে মোকাবেলা করা হবে সেটার কোন দিক নির্দেশনার সঠিক চিত্র নেই। শুধু তাই নয়, মূল্যস্ফীতি ও সামাজিক নিরাপত্তার বিষয়টিও দুর্বলতা রয়েছে বলে জানান ফাহমিদা খাতুন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমদানী ও সরবরাহে কর আদায়ে ছাড় দেয়ার সুপারিশ করেছে সিপিডি।