বাজার মনিটরিংয়ের অভাবে বাড়ছে নিত্য পণ্যের দাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
রোজায় বাজার মনিটরিংয়ের অভাবে বাড়ছে নিত্য পণ্যের দাম। ক্রেতাদের অভিযোগ, করোনার অজুহাতে সব পণ্যই তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে । তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজার উর্ধ্বমূখি হওয়ায় দাম একটু বেশি।
বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার নানা পদক্ষেপ নিলেও সরেজমিনে দেখা মেলে না বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত টিমের।আর এই সুযোগে ক্রেতাদের কাছ বাড়তি মূল্য হাতিয়ে নিচ্ছেন এক শ্রেণির ব্যবসায়ী। আদার কেজি ১৫০ থেকে ১৭০ টাকা নির্ধারণ করলে তা বিক্রি হচ্ছে ৩শ’ টাকার উপরে।
সরকারের কড়া নজরদারির অভাবেই বাজার উর্ধ্বমূখি বলে জানান ক্রেতারা।বাড়তি দামে বিক্রির পরেও বাজার স্থিতিশীলের কথা জানান, খুচরা ব্যবসায়ীরা।
করোনা আতঙ্কের সুযোগ নিয়ে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে উঠছে বলে জানান সংশ্লিষ্টরা।