বাগেরহাটের মোরেলগঞ্জে ১৭ দিনের নবজাতকের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৭৮১ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোরেলগঞ্জে ১৭ দিনের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনদিন আগে শিশু সোহানা ঘুমন্ত বাবা-মা’র কোল থেকে চুরি হয়ে যায়। নবজাতকের বাবা সুজন খান জানান, নবজাতকের দাদা পুকুরে মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে স্বজনেরা। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছি । তিনি আরও বলেন, চুরি যাওয়ার পর ওই পুকুরে তল্লাশী করা হয়েছিল। সোমবার রাতে নবজাতক চুরির ঘটনায় শিশুটির দাদা মোহাম্মদ আলী হোসেন খান বাদী অজ্ঞাত নামা আসামী করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।