বাকৃবির একদল গবেষকের জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

- আপডেট সময় : ০১:১২:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ১৫২৫ বার পড়া হয়েছে
দীর্ঘ ২৪ বছর গবেষণা শেষে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক উদ্ভাবন করেছেন জৈব ছত্রাকনাশক। এটি ব্যবহারে একদিকে কমবে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, অন্যদিকে ফলন হবে ৫০ থেকে ৮০ ভাগ বেশি। বাণিজ্যিকভাবে এই জৈব ছত্রাকনাশক কৃষকদের দোরগোড়ায় পৌঁছালে কমে আসবে ফসল উৎপাদন খরচ।
ফসল উৎপাদনে বাড়ছে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। বিষাক্ত এসব বালাইনাশক ক্ষতি করছে মানব স্বাস্থ্য, মাটি, পানি ও পরিবেশের। দেশে বালাইনাশকের মধ্যে ছত্রাকনাশকের ব্যবহার হচ্ছে ৪৬ শতাংশ, কীটনাশক ৩৩ শতাংশ এবং আগাছানাশক ২১ শতাংশ। এই সমস্যা সমাধানে দেশে প্রথম নিজস্ব প্রযুক্তি ও অনুজীব দিয়ে পরিবেশবান্ধব ছত্রাক নাশক উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
গবেষক দলের প্রধান জানান, ট্রাইকোডার্মা এসপেরেলাম নামক ছত্রাক ব্যবহার করে পি.জি. ট্রাইকোডার্মা নামে এই ছত্রাকনাশকটি উদ্ভাবন করা হয়েছে। এটি একসাথে ছত্রাকনাশক এবং জৈব সার হিসেবে কাজ করবে।
গবেষনায় এমন সফলতায় আগামীতে নতুন কিছু উদ্ভাবনের প্রেরণা দেবে বলে জানান শিক্ষার্থীরা।
এদিকে কৃষি বিভাগ বলছে, ফসল উৎপাদনে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে কৃষকদেরকে জৈব পদ্ধতিতে চাষাবাদে পরামর্শ দেয়া হচ্ছে।
গবেষণা বরাদ্দ পেলে ভবিষ্যতে বায়ো-ইনসেক্টিসাইড এবং বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন জৈব বালাইনাশক তৈরির কথা জানান গবেষকরা।