বাকস্বাধীনতা দুর্নীতি রোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : টিআইবির সেমিনারে বক্তারা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ১৭১৬ বার পড়া হয়েছে
দুর্নীতি প্রতিরোধে আইনের প্রয়োগের পাশাপাশি নাগরিক সমাজকে আরো সচেতন ভূমিকা রাখতে হবে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
সকালে গণমাধ্যম,বাকস্বাধীনতা,ও অনুসন্ধানী সাংবাদিকতা; প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনারে বক্তারা, বলেন,বাকস্বাধীনতা দুর্নীতি রোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গণমাধ্যমকে শক্তিশালী করতে সরকারের উদ্যোগ প্রয়োজন। তারা বলেন, দেশে বিভিন্ন আইনের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠ অবরুদ্ধ করার পাশাপাশি নাগরিক সমাজকে দমন করার চেষ্টা হচ্ছে যা দুর্নীতি প্রতিরোধে বাধার সৃষ্টি করছে। দেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দুর্নীতি মুক্ত সমাজ গঠনে গণতন্ত্রের বিকল্প নেই।