বাউল সম্রাট লালন সাঁইর আখড়াবাড়ীতে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী স্মরণোৎসব

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায়, বাউল সম্রাট লালন সাঁইর আখড়াবাড়ীতে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী স্মরণোৎসব।
সংস্কৃতি মন্ত্রণালয়, লালন একাডেমী ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ উৎসব সফল করতে মঞ্চ তৈরি, লালন মাজারের সাজসজ্জাসহ সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বাউল সম্রাট লালন সাঁই’র জীবদ্দশায় ফাল্গুন মাসের শেষ সপ্তাহে পুর্ণিমার রাতে তাঁর আখড়াবাড়ী প্রাঙ্গনে ভক্তদের নিয়ে উৎসবের আয়োজন করতেন। সারারাত চলতো গান-বাজনা আর দেহতত্ত্ব ও মানবধর্ম নিয়ে গভীর ভাববিনিময়।সেই রীতি এখনও পালন করেন ভক্তরা। লালন মঞ্চে এবার আলোচনার পাশাপাশি বরেণ্য শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে রাতভর লালন সংগীতের আসর। এসব আয়োজনের প্রস্তুতির কথা জানালেন লালন একাডেমীর এই সদস্য।