সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগীতা-২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগীতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকালে কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে এ প্রতিযোগীতা হয়। প্রতিযোগীতায় ১০টি ডিভিশন, ৫ টি স্বতন্ত্র ব্রিগেড এবং লজিস্টিক এরিয়াসহ মোট ১৬টি দল অংশ গ্রহণ করে। এতে ৭ স্বতন্ত্র ব্রিগেড পদাতিক ডিভিশন ২১ দশমিক ৪৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ১১ পদাতিক ডিভিশন ২০ দশমিক ৯৭ পয়েন্ট পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। ফায়ারিং প্রতিযোগীতায় ১১ পদাতিক ডিভিশনের কর্পোরাল আবদুল আলিম শ্রেষ্ঠ ফায়ারার, ১১ পদাতিক ডিভিশনের সৈনিক মোঃ তুহিন মিয়া ও ক্যাপ্টেন সৈয়দা রাফিসা জামান ২য় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন। সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।










