বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসতে বাধা নেই : নিপুণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৮২১ বার পড়া হয়েছে
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসতে বাধা নেই বলে দাবি করেছেন চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ। তিনি বলেন, এ বিষয়ে আদালতের নির্দেশনাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
বিকেলে এফডিসি চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন নিপুণ আকতার। এসময় তাকে মামলা থেকে সরে যেতে হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন নিপুণ। এজন্য বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান চলচ্চিত্রের এই নায়িকা। সংবাদ সম্মেলনে আপিল বোর্ডের চেয়ারম্যান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু ও মোহাম্মদ হোসেনসহ উপস্থিত ছিলেন অনেকে।