বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশের একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃষ্টির বাধা
- আপডেট সময় : ০৯:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৬০৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশের একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃষ্টির বাধা। দুই দিনের প্রস্তুতি ম্যাচের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৭১ রান।
২৭ ওভার তিন বলের পর বৃষ্টির বাধায় মাঠে আর গড়ায়নি খেলা। এর আগে, টস হেরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দুই পেসার আবু জায়েদ রাহি ও তাসকিন আহমেদের বোলিং তাণ্ডবে দিশেহারা সফরকারী ব্যাটাররা। দলীয় ৮ রান তুলতেই তিন উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ। তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর চেস্টায় জ্যাক বয়েল ও মিচ রেনউইক। তবে, ২০ রান করা জ্যাক বয়েলকে ফেরান তাসকিন আর ১৮ রানে রাহির পেসে কাটা পড়েন রেনউইক। তাসকিন তিনটি আর রাহি নিয়েছেন দুই উইকেট। দীর্ঘদিন পর নিজেদের পারফম্যান্সে খুশি রাহি। ১ জানুয়ারি প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। দু’দলের দ্বিতীয় টেস্ট শুরু ৯ জানুয়ারি থেকে।






















