বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজ নির্ধারনী শেষ টি-টুয়েন্টি কাল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি কাল। মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। যথারীতি হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।
এবার সিরিজ হারানোর শঙ্কা তবে, ঘুরে দাঁড়াতে মরিয়া মাহমুদউল্লাহ’র দল। জয় দিয়েই সফর শেষ করতে চায় বাংলাদেশ। শেষ ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে দলে। ফিরতে পারেন মোস্তাফিজুর রহমান। অন্যদিক শেষ ম্যাচে জিতে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে, সিরিজ জয়ের স্বপ্নে বিভোর স্বাগতিকরা। অপরিবর্তিত একাদশ নিয়েই খেলবে জিম্বাবুয়ে। এর আগে, সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।