বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সফলভাবে পেরিয়ে এসেছে প্রতিষ্ঠার একান্নটি বছর

- আপডেট সময় : ১১:৪৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
দেখতে দেখতে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সফলভাবে পেরিয়ে এসেছে প্রতিষ্ঠার একান্নটি বছর। সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় উদীচী প্রতিষ্ঠাবার্ষিকীর পূণ্যতিথী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের পদতলে এ উপলক্ষে শিল্প-সংগ্রামী ও শিল্পপ্রেমী মানুষের এক আনন্দ আসর বসে।
শিল্পের ভাষায় হবে প্রতিবাদ, হবে প্রতিরোধ। শিল্প বললে গণ মানুষের কথা। তাদের পাওয়া না পাওয়ার খতিয়ানও রচিত হবে শিল্পভাষ্যে-এমন স্বপ্ন নিয়ে একান্ন বছর আগে যাত্রা শুরু করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী । কথা-কবিতায় ধ্বনিত হলো শোষকের উৎপীড়নের ছবি আর শোষিতের বেদনা।
দেশ-মাটি-মানুষের জন্য শিল্পের ভাষার সংগ্রাম করে চলছে উদীচী সেই ১৯৬৮ সাল থেকেই। আগামীতে সংগ্রামের এ ধারা অব্যাহত রাখতে চান উদীচী শিল্পীগোষ্ঠী সংগ্রামী সদস্যরা। শিল্পচর্চার মধ্যদিয়ে দূর হবে অন্ধকার , গণমানুষের মধ্যে সচেতনতার জোয়ার জাগাবে শিল্প সংগ্রামের অবিরাম ধারা, এমন স্বপ্ন নিয়ে উদীচী শিল্পগোষ্ঠী পাড়ি দিতে চায় অনেকটা পথ।