বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে : আতিকুল ইসলাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন,বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে।
সকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশানস্থ নগর ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন একথা বলেন। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু সারাটা জীবন দেশকে ভালবেসে আত্মত্যাগ করেছেন। বঙ্গবন্ধুর সম্মানে কিভাবে একটি সুন্দর শহর, একটি সুন্দর রাষ্ট্র গড়ে তোলা যায় আসুন এই দিনে এমন প্রতিজ্ঞা কতরে সবার প্রতি আহবান জানান উত্তর সিটি মেয়র।























