বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধে ভারতের সরকারি সিদ্ধান্তে বিপদে পড়েছেন সে দেশের রফতানিকারকরা

- আপডেট সময় : ০৫:৩৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধে ভারতের সরকারি সিদ্ধান্তে বিপদে পড়েছেন সে দেশের রফতানিকারকরা। তাদের করা রিট আমলে নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এই রিটের আদেশ দেয়া হবে ৭ অক্টোবর।
মন্ত্রণালয়ের মহাপরিচালক বিজয় কুমার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বরের আগে যেসব এলসি খোলা হয়েছে, তাতে কী পরিমাণ পেঁয়াজ আমদানির কথা রয়েছে, তার পরিমাণ নির্ধারণ ও ট্রানজিশনাল ব্যবস্থার প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে রফতানিকারকদের অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে পেঁয়াজ রফতানির জন্য সকল এলসির কপি ভারতের আঞ্চলিক বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। ভারতীয় রফতানিকারক অনিল ঠাকুর জানান, ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানির জন্য যেসব টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। সেসব পেঁয়াজ রফতানির অনুমতি চেয়ে ভারতের আদালতে রিট করেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে । ওই রিটকে আমলে নিয়ে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নতুন নির্দেশনা দেয়া হয় পেঁয়াজ রফতানীকারকদের।