বাংলাদেশের সীমানা থেকে আরও দূরে সরে যাচ্ছে ঘূর্ণিঝড় অশনি
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
 - / ১৬৪১ বার পড়া হয়েছে
 
দুর্বল হয়ে বাংলাদেশের সীমানা থেকে আরও দূরে সরে যাচ্ছে ঘূর্ণিঝড় অশনি।
আপাতত বাংলাদেশে এর প্রভাব পড়ার শঙ্কা কম। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস এ তথ্য জানিয়েছে। আবহাওয়াবিদরা জানান, সন্ধ্যা নাগাদ এর অগ্রভাগ পৌঁছাতে পারে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপাটনাম অথবা উড়িষ্যায়। তবে, স্থলভাগে এটি আর ঘূর্ণিঝড় আকারে উঠছে না। বৃষ্টি ঝরিয়ে অশনির সমাধি ঘটবে সাগরেই। গতকাল সন্ধ্যার পর গতি কিছুটা কমে যায়। ঘূর্ণিঝড়টি রোববার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত অনেকটাই প্রবল বেগে উপকূলের দিকে এগিয়ে যাচ্ছিল।
																			
																		















