বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বাড়াতেও আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। ২০২২ সালে ইইউ-বাংলাদেশ রাজনৈতিক সংলাপের প্রথম বৈঠক।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ২৭ অক্টোবর বৈঠক করেন ইইউ’র দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা ডেপুটি সেক্রেটারি জেনারেল এনরিকে মোরা। তিনি এক টুইটে বলেছেন, পারস্পরিক রাজনৈতিক সহযোগিতা আরও বাড়াতে উভয়পক্ষ সম্মত। এতোদিন গণতন্ত্র, মানবাধিকার নিয়ে ইইউ’র বিভিন্ন মন্তব্য শুনতে হতো বাংলাদেশকে। ভূ-রাজনীতি বা নিরাপত্তা নিয়ে আলোচনার সুযোগ ছিলই না বলতে গেলে। ২০ বছরে বদলেছে অনেক কিছু। জোটটি এখন বাংলাদেশের সঙ্গে ইন্দো-প্যাসিফিকের মতো জটিল ভূ-রাজনীতি নিয়েও আলাপ করছে। এছাড়াও অর্থনৈতিক, উন্নয়ন সহযোগিতা, মানবাধিকার ও সুশাসন নিয়ে কাজ করবে।