বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক: আইনমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক।
দুপুরে আখাউড়া পৌরসভা কার্যালয়ে উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদ সম্মাননা ও মতবিনিময় সভায় ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি উপজেলার ১৯টি পুজা মন্ডপে ৫ হাজার টাকা করে অনুদানের ঘোষণা দেন। তিনি হিন্দু সম্প্রদায়কে দূর্গাপুজার শুভেচ্ছাও জানান। এসময় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ, সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবুল, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়াসহ অন্যরা।