বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে বড় দুঃসংবাদ নিউজিল্যান্ড শিবিরে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে বড় দুঃসংবাদ নিউজিল্যান্ড শিবিরে। ইনজুরিতে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
বা হাতের কনুইয়ের ইনজুরিতে ভুগছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মেডিক্যাল ম্যানেজার ডায়েল শ্যাকলে। কেন উইলিয়ামসনের এই ইনজুরি নতুন কিছু না হলেও মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে সামনে রেখে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এর আগে, আইপিএল খেলতে বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ থেকেও নিজেকে প্রত্যাহার করে নেন কিউই অধিনায়ক। আগামী ২০ মার্চের দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।























