বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে পাকিস্তান

- আপডেট সময় : ১১:০০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে পাকিস্তান। বাবর আজম ও শান মাসুদের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ১০৯ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রানের জবাবে দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৪২ রান। ১৪৩ রানে বাবর আজম ও আসাদ শফিক অপরাজিত আছেন ৬০ রানে। দুই উইকেট নিয়ে দ্বিতীয় দিনের সেরা বোলার আবু জায়েদ রাহী।
টেস্ট চ্যাম্পিয়নশিপের খাতায় একটা বড় শূন্য নিয়ে পাকিস্তানে যাত্রা বাংলাদেশ ক্রিকেট দলের। ইন্দোর আর কলকাতায় যে ব্যাটিং-বোলিং ছিলো বিভীষিকাময়, রাওয়ালপিন্ডিতেও একই দশা মমিনুল-মাহমুদউল্লাহদের।
রাওয়ালপিন্ডিতে বাজে ব্যাটিংয়ের পর বোলিংয়েও বাংলাদেশের অপরিকল্পনার ছাপ ছিলো স্পস্ট। যদিও দিনের শুরুতে দলীয় শূন্য রানে ওপেনার আবিদ আলীকে ফিরিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন আবু জায়েদ রাহী।
তবে দ্বিতীয় উইকেটে শান মাসুদ-আজহার আলী গড়েন ৯১ রানের জুটি। তাদের প্রতিরোধ ভাঙ্গে ৩৪ রানে আজহার আলীর বিদায়ে। পাকিস্তান অধিনায়ককেও ফিরিয়েছেন রাহী। অন্যপ্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে শান মাসুদ তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ক্রিজে তাঁর সঙ্গী বাবর আজম।যার ক্যাচ হাতছাড়া করেছেন ইবাদত হোসেন।
সেঞ্চুরিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে শান মাসুদকে। তাইজুলের বলে শান মাসুদ যখন ফিরেছেন দলের স্কোর তখন ৩ উইকেটে ২০৫। অন্যদিকে, ইবাদত হোসেনের হাতেই যেন ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি লেখা ছিলো বাবর আজমের। মাত্র তিন রানে জীবন পাওয়া বাবর আজম দিনের বাকী সময়টা পাড়ি দিয়েছেন আসাদ শফিক নিয়ে। বাবর আজম ১৪৩ আর আসাদ শফিক অপরাজিত আছেন ৬০ রানে। প্রথম ইনিংসে ১০৯ রানের লিড আর হাতে আছে ৭ উইকেট। দ্বিতীয় দিন শেষ নি:সন্দেহে এগিয়ে রাখবে পাকিস্তানকে। বিপরীতে রাওয়ালপিন্ডি টেস্টকে পাঁচ দিনে নেয়াই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের।