জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে করোনায় আক্রান্ত

- আপডেট সময় : ০২:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৬১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে করোনায় আক্রান্ত। নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। শনিবার করোনা পরীক্ষা শেষে পজিটিভ আসে তার।
তবে ৪১ বছর বয়সী এই কোচের শরীরে এখন পর্যন্ত কোন উপসর্গ নেই। হোটেলে আইসোলেশনে রয়েছেন তিনি। তবে জেমি ডে জানিয়েছেন, তার ঠাণ্ডাজনিত সমস্যা ছাড়া আর কোন সমস্যা নেই। রোববার আবারও নমুনা টেস্ট করা হয়েছে। যার রেজাল্ট এখনো পননি তিনি।প্রধান কোচ করোনায় আক্রান্ত হওয়ায় রোববার সকালের অনুশীলন পিছিয়ে বিকালে নেয়া হয়েছে। নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ সিরিজ খেলছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত শুক্রবার প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পায় বাংলাদেশ। এমন জয়ের পরই দুঃসংবাদ এলো বাংলাদেশ দলের জন্য। আগামী ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সে ম্যাচে জেমি ডে’র বদলে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস।