বাংলাদেশের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি বাড়ানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৬০৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি বাড়ানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে এ আগ্রহের কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
স্কটল্যান্ড সফরের শেষ দিনে জলবায়ু সম্মেলনের পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসার পাশাপাশি জলবায়ু ইস্যুতেও ঢাকার উদ্যোগের প্রশংসা করেন বরিস জনসন। আলোচনায় ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে যুক্তরাজ্যের আগ্রহের বিষয়টিও। শেখ হাসিনা বরিস জনসন শীর্ষ বৈঠকে বিএনপি নেতা তারেক রহমান প্রসঙ্গ এসেছিল কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দণ্ডিত সবাইকে ফেরাতে চায় ঢাকা। এ বিষয়ে দু’দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক করে পরবর্তীতে সিদ্ধান্তে পৌঁছানো হবে।

















