বাংলাদেশের এমপি-মন্ত্রীরা কাপড় নিয়েও পালাতে পারবে না : অলি আহমদ

- আপডেট সময় : ০৩:৩৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
শ্রীলংকার এমপি-মন্ত্রীরা কাপড় নিয়ে পালাতে পারলেও বাংলাদেশের এমপি-মন্ত্রীরা কাপড় নিয়েও পালাতে পারবে না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমদ। দুপুরে ঢাকার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
অলি আহমদ বলেন, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং অস্বাভাবিক মূল্যস্ফীতির কারণে দেশ দ্রুত দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। আর এতে সাধারণ জনগণের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়েছে। কর্ণেল অলি বলেন, দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ২৫ হাজার কোটি টাকারও বেশি। সরকারের ৪৮ বিলিয়ন ডলার রিজার্ভের মিথ্যা তথ্য ফাঁস হয়ে গেছে। তারা অস্বাভাবিক ঋণ করে তথাকথিত উন্নয়নের নামে অহংকারী হয়ে পড়ায় এখন ভিক্ষার ঝুলি নিয়ে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবিসহ বিভিন্ন দেশের দ্বারে দ্বারে ঘুরছে। অবিলম্বে নির্দলীয় সরকারের হাতে নিরাপদে ক্ষমতা ছেড়ে দিতে সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ যতোদিন ক্ষমতায় থাকবে সংকট ততো দীর্ঘ হবে।