বাংলাদেশের ইতিহাস আর কেউ কখনো বিকৃত করতে পারবে নাঃ প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৮:২৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেদিন সব ঝড়-ঝাপটা অতিক্রম করে তিনি ঝুঁকি নিয়ে দেশে ফেরেন বলেই আজকের এই অবস্থানে আসতে পেরেছে দেশ। সকালে মন্ত্রিপরিষদ বৈঠকে ভার্চুয়ালী দেয়া সূচনা বক্তব্যে তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের স্মৃতিচারণ করেন তিনি। এসময় দৃঢ় আত্মবিশ্বাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ইতিহাস আর কেউ কখনো বিকৃত করতে পারবে না।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকের আগে সুচনা বক্তব্যে ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যবর্তনের স্মৃতিচারণ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে ফিরতে অনেক বাধা দিয়েছিল তখনকার সরকার।
১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল দিনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সেসময় দেশের ইতিহাস একেবারেই মুছে ফেলা হয়েছিল।
সেসময় দেশে ফিরতে দলের নেতাকর্মীদের ভূমিকার কথাও তুলে ধরেন সরকার প্রধান।
দেশের সাধারণ মানুষের ভালোবাসার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সেদিন তাদের সমর্থনই ছিলো সবচেয়ে বড় শক্তি।