পঞ্চগড়ে ২৫ লাখ টাকা ঘুষ নিয়ে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ সরবরাহের অভিযোগ
- আপডেট সময় : ১১:১৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২৫ লাখ টাকা ঘুষ নিয়ে অবৈধ ফাটা তারের সংযোগে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ সরবরাহের অভিযোগ উঠেছে। জরাজীর্ণ সংযোগ আর দুর্ঘটনাকে সঙ্গী করে ১৩ বছর ধরে বসবাস করছে উপজেলার চার গ্রামের ৫’শ পরিবার। স্থানীয় দুই ব্যক্তির প্রাণ গেলেও লাইনটি সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পত্নীপাড়া, বোয়ালমারী, মহিগছ, ছোবাগছ গ্রামে ছিলো না বিদ্যুৎ সংযোগ। ভুক্তভোগীদের অভিযোগ ২০০৯ সালে বিদ্যুতের আলো জ্বালাতে প্রতিটি পরিবার ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের ঘুষ দিয়ে মিলে বাঁশের খুটির লাইনে বিদ্যুৎ সংযোগ। টাকা নিয়েও এলটি লাইনের বদলে অবৈধ ফাঁটা তার দিয়ে সংযোগ দেয়া হয়। ঝুঁকিপূর্ণ লাইনে ওই এলাকার দুই ব্যক্তির প্রাণ গেলেও সজাগ হয়নি নেসকো কর্তৃপক্ষ। ঝুঁকি নিয়ে বসবাস করছেন পরিবারগুলো।
যেসব এলাকায় এখনো জরাজীর্ণ লাইন রয়েছে সেসব এলাকায় একটি প্রকল্পের মাধ্যমে নতুন লাইন সংযোগ দেয়ার কাজ চলমান রয়েছে বলে জানালেন নেসকোর এই আবাসিক প্রকৌশলীসট : সত্যজিৎ দেবশর্মা, আবাসিক প্রকৌশলী, নেসকো, তেঁতুলিয়া পঞ্চগড়।
দ্রুত এসব বিদ্যুতের তার এবং খুটি সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।




















