বাঁশকল বসিয়ে চাঁদাবাজির প্রতিবাদে সিলেটে ৭২ ঘণ্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বিভিন্ন জায়গায় বাঁশকল বসিয়ে চাঁদাবাজির প্রতিবাদে সিলেটে ৭২ ঘণ্টার ট্রাকসহ পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এই কর্মসূচি দিয়েছে। শনিবার সন্ধ্যায় বাঁশকল উচ্ছেদের দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণার পর আজ সকাল ৬টা থেকেই শুরু হয় ধর্মঘট। মাত্র একদিন আগে এমন ধর্মঘটের সিদ্ধান্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মালবাহী ট্রাক, পিকআপ সহ জরুরি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ে দুর্ভোগে পড়েছেন অনেক চালক। দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানান শ্রমিক নেতারা।