বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৮৮২ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় শাসন থেকে বের হয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। জিয়াউর রহমানের ১৯ দফা জাতিকে দিক নির্দেশনা দিয়েছে, পথ দেখিয়েছে বাংলাদেশকে।
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি । বিএনপি মহাসচিব আরো বলেন, ছাত্র-জনতার নতুন করে যে স্বাধীনতা এনে দিয়েছে তার জন্য ১৫ বছর সংগ্রাম করেছে বিএনপি। হাজারো নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছেন। গুম, খুন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। যে কোন চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে বিএনপি এটাই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিজ্ঞা
বলে জানান তিনি।






















