বহির্নোঙরে ইঞ্জিন বিকল হয়ে ডুবে গেছে এমভি পিংক নামে একটি পাথরবোঝাই লাইটার জাহাজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ইঞ্জিন বিকল হয়ে ডুবে গেছে এমভি পিংক নামে একটি পাথরবোঝাই লাইটার জাহাজ।
সকালে পতেঙ্গা লাইটহাউস থেকে ২ নটিক্যাল মাইল দূরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর জাহাজের ৫ নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, লাইটার জাহাজটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর নতুন ব্রিজ এলাকা থেকে পাথরবোঝাই করে ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছিলো। বহির্নোঙরে পৌঁছুলে হঠাৎ করেই জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় সাগরের উত্তাল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি মার্চেন্ট শিপের চেইন ক্যাবলের সাথে ধাক্কা লেগে সেটি ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল নাবিকদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোন সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।